মালদা

ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন কংগ্রেস কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারী

ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন ২৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারী। উল্লেখ্য, ইংরেজবাজার পুরসভায় রদবদলের ফলে বিরোধী দল নেতার আসনটি ফাঁকা হয়ে পড়ে। সেখানে নরেন্দ্রনাথ তেওয়ারীকে পুরসভার পক্ষ থেকে বিরোধী দলনেতার আসনে বসানো হল।
    তিনি জানান, বর্তমানে যে বোর্ড চলে রয়েছে তা ভয়ানক ভাবে চলছে। কারন, বিগত দুই বছর অতিক্রম হতে চলেছে ভোট হওয়া ও কাউন্সিলার হওয়া। তার মধ্যে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এক বার কাউন্সিলার হন তারপর আবার নতুন করে নীহার রঞ্জন ঘোষ হন। এই সবের মধ্যে বিগত দুই বছরে পৌরসভার কোন কাজ হয়নি। তিনি বলেন আমরা বিরোধী ছিলাম আমাদের বিরোধী দায়িত্ব ছিল এখন তা আরও বেরে গেছে। ইংরেজবাজার পৌরসভার যে সাধারন মানুষ তাদের যা সমস্যা যেমন পানীয় জল, গার্ভেজ পরিসেবা পাওয়ার কথা তা তারা পায়নি। বর্তমানে যিনি পৌরসভার পৌরপ্রধান আছেন তিনি ব্যর্থ হয়েছেন। আমরা তার তীব্র প্রতিবাদ করছি, আগামী দিনেও করব বলে জানান তিনি।